টাইগার
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দৃষ্টিতে শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে
শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কেউই ফেভারিট নয়। প্রথম ওয়ানডের আগে
বুধবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই সিরিজে কেউই ফেভারিট নয়।
সিরিজে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এ জন্য আমরা প্রস্তুত।’
দেশের
মাটিতে টানা ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশে। পাকিস্তান, ভারত ও
দক্ষিণ আফ্রিকার মত বিশ্বসেরা দলগুলোকে দাপটের সাথেই হারিয়েছে টাইগাররা।
তাই এমন পরিসংখ্যানের জন্য দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে
বাংলাদেশকে ফেভারিট বলছেন অনেকে। এমনকি প্রতিপক্ষ ইংল্যান্ডও ফেভারিট বলছে
বাংলাদেশকে। কিন্তু এমন কথার সাথে একমত নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। তার
মতে, ‘এই সিরিজে কেউই ফেভারিট নয়। আর আমাদেরকে ফেভারিট বলা কঠিন। আমাদের মত
ইংল্যান্ডও ভালো ক্রিকেট খেলছে। তাই সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।
ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। আশা করছি দারুণ এক সিরিজ
হবে।
ধারাবাহিকতা
ধরে রেখে ইংল্যান্ড সিরিজেও ভালো খেলতে চান উল্লেখ করে মাশরাফি যোগ করেন,
কাউকে সামর্থ্য দেখানোর জন্য আমাদের কেউই খেলে না। আমাদের অবস্থান ও
পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন তবে আমরা এখন ভালো খেলছি। আমাদের কাজ
ধারাবাহিকতা ধরে রাখা। প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আমার যদি এবারও ভালো
খেলি এবং সিরিজ জিততে পারি তবে ভালো লাগবে।’
ইংল্যান্ডের
বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। তাও আবার
বিশ্বকাপের মত মঞ্চে। তবে ঐ দু’টি জয় নিয়ে এখন ভাবতে চান না ম্যাশ, ‘গত দুই
বিশ্বকাপের দু’টিতে আমরা জিতেছি। আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে।
বিশ্বকাপের মতো মঞ্চে হারানো খুব বড় অর্জনও। তবে এই মুহূর্তে বর্তমান নিয়ে
সবাই বেশি ব্যস্ত। ক্রিকেটার হিসেবে অতীত নিয়ে ভেবে লাভ নেই আমাদের। নতুন
একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এখানে। অতীতে কি করেছি, সেই সব ভেবে
লাভ নেই।’
সিরিজের
প্রথম ম্যাচটা সবসময়ই গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে সিরিজের বাকী
ম্যাচগুলোতে চাপ কম থাকে। তাই সিরিজের শুরুটা ভালো চাইছেন মাশরাফি নিজেও,
‘যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা ইতিবাচক
আছি। আমরা প্রস্তুত। ভালো খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথম ম্যাচটা ভালো
খেললে পরবর্তীতে চাপ কমবে।’
তারপরও
নতুন সিরিজে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় মাশরাফির। নতুন সিরিজ নিয়ে দলও
বেশি রোমাঞ্চিত বলে জানালেন ম্যাশ, ‘আরেকটি নতুন সিরিজ। নতুন সিরিজ নিয়ে
সবাই খুবই রোমাঞ্চিত।’ রোমাঞ্চিত দেশের অগণিত ক্রিকেট ভক্তরাও। আরও একটি
সিরিজ জয়ের উল্লাসে ভাসতে প্রস্তুত বাংলাদেশ। পাকিস্তান, ভারত, দক্ষিণ
আফ্রিকার মত বিশ্বসেরা দলগুলোকে হারানো তালিকায় ইংল্যান্ডের নামটি উঠলেও
মন্দ হয় না। বাসস।
No comments:
Post a Comment