বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা
ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করলো খুলনা টাইটান্স।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৫৮ রানের টার্গেট ৬
উইকেট হাতে রেখেই টপকে যায় খুলনা।
এদিনও
সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার ২৮ বলে ৫০ রানের
ইনিংসে জয় সহজ হয়ে যায় খুলনার। তার ইনিংসে ছিলো ৫টি চার ও দুটি ছক্কা।
তবে
এর আগে শুরুতেই (৯) হোঁচট খায় খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারে আন্দ্রে
ফ্লেচারকে (৯) ক্লিন বোল্ড করেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে ৫২ রানের
পার্টনারশিপে চাপ সামাল দেন মোহাম্মদ হাসানুজ্জামান ও আব্দুল মজিদ।
দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন ওপেনার হাসানুজ্জামান।
নবম
ওভারে রবি বোপারার বলে রন্সফোর্ড বিটনের ক্যাচবন্দি হওয়ার অাগে তার ব্যাট
থেকে আসে ১৯ বলে ৪০। তাতে ছিল তিনটি করে চার-ছক্কার মার।
এর
আগে কুমার সাঙ্গাকারার ৪১ বলে ৫৯, মোসাদ্দেক হোসেনের ২০ ও নাসির হোসেনের
১৯ রানের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় ঢাকা। খুলনার পক্ষে পাকিস্তানের জুনায়েদ
খান ৩ উইকেট নেন।
ইত্তেফাক/এমএইচ
No comments:
Post a Comment