অস্ট্রেলিয়ার বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক কোহলি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পর এবার বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুক্রবার সিএ’র নিজস্ব ওয়েবসাইটে ঘোষিত বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।
 
একাদশে ইংল্যান্ডের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রয়েছে। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকার ও অস্ট্রেলিয়ার দু’জন করে খেলোয়াড় রাখা হয়েছে। এছাড়া শ্রীলংকা ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় আছে। 
 
গতকালই বর্ষসেরা টেস্ট স্কোয়াড ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছে আইসিসি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের পছন্দের একাদশে স্মিথকে দলের সেরা ব্যাটসম্যানদের কাতারেই রেখেছে। 
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশ : আজহার আলী (পাকিস্তান), জো রুট (ইংল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), বেন স্টোকস (ইংল্যান্ড), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget