বিশ্ব একাদশের হয়ে ওয়ানডে খেলবেন আশরাফুল

কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে ‘ন্যাশনাল ডে ক্রিকেট টুর্নামেন্টে’ বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিশ্ব একাদশে অধিনায়কের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। 
 
আগামী ১৬ ডিসেম্বর টি টুয়েন্টি ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ। তবে শুধুমাত্র ওয়ানডে ম্যাচে খেলবেন অ্যাশ।  ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস। ১৮৭৮ সাল থেকে এই দিবসটি পালন করে আসছে তারা। তাই আগামী ১৮ ডিসেম্বরও এটি পালন করবে কাতার সরকার। এই উপলেক্ষ্য দু’টি প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করছে কাতারের ক্রিকেট সংস্থা। প্রথমটি টি-টোয়েন্টি ও দ্বিতীয়টি ওয়ানডে ফরম্যাটে। 
 
কাতার একাদশের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের ওয়ানডেতে বিশ্ব একাদশের হয়ে নামবেন বাংলাদেশের হয়ে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-২০ খেলা আশরাফুল। বিশ্ব একাদশে অনেক তারকা খেলোয়াড়দের সমারোহ আছে। পাকিস্তানের আফ্রিদি ছাড়াও সাইদ আজমল, কামরান আকমল, আব্দুর রাজ্জাক, ভারতের ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, শ্রীলংকার চামিন্ডা ভাস ছাড়াও আরো তারকা খেলতে নামবেন। বাসস।

No comments:

Post a Comment

Recent Posts Widget