আশাহত হচ্ছেন না গেইল। বলেছেন, ‘দলের অবস্থা ভালো নয়। তাই বলে হতাশ হচ্ছি না। ধাপে ধাপে এগোতে হবে।
এটা অনেকটা ম্যারাথনের মতো।’ গত বছর ফাইনালে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে। বুধবার গতবারের চ্যাম্পিয়ন সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দশম আইপিএল অভিযান শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের। ক্রিস গেইল জানালেন, ওই ম্যাচেই নিজের দক্ষতা ছাপিয়ে যেতে মরিয়া তিনি।
গেইল বলেন, ‘ভালো খেলেও চ্যাম্পিয়ন না হওয়ার যন্ত্রণা রয়ে গেছে। তাই এবার প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারিয়েই আমরা শুরু করতে চাই।’ তিনি যোগ করেন, ‘ব্যক্তিগত স্তরে এটা বলতে পারি, বুধবারের ম্যাচের জন্য আমি মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি। নিজস্ব দক্ষতা এবং ক্ষমতা অতিক্রম করাই প্রধান লক্ষ্য। আমার ধারণা, ভক্তরা আমার কাছ থেকে যে ক্রিকেট চেয়ে থাকেন, সেটা প্রথম ম্যাচ থেকেই তাদের উপহার দিতে পারব।’ চোটের কারণে নেই অধিনায়ক বিরাট কোহলি। প্রশ্নচিহ্ন রয়েছে লোকেশ রাহুলের ফেরা নিয়ে।
পিঠের চোটে কাবু এবি ডি ভিলিয়ার্সও।
টুর্নামেন্টের প্রথম বলের আগেই গতবারের রানার্স দলের ড্রেসিংরুমের ছবি মোটেও সুখকর নয়। তবে গেইল আশাহত হচ্ছেন না। ইংল্যান্ডের পেসার টাইমাল মিল?স
সম্পর্কে ভূয়সী প্রশংসা করে গেইল বলেছেন, ‘আমার ধারণা, এবার আইপিএলে সেরা আকর্ষণ হতে চলেছে মিলস।
ওর গতি সামলানো কঠিন হবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের।’ ওয়েবসাইট।
really he is bosssss..........
ReplyDeleteright..........
Delete