ম্যানসিটির কাছে বার্সার হার

এগিয়ে থেকেও হারলো বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দলের সাবেক কোচ পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির কাছে ৩-১ গোলে হারের স্বাদ নিতে হলো কাতালানদের।
 
আর নিজেদের মাঠে পিছিয়ে থেকেও ৩-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানসিটি। এই গার্দিওলার অধীনেই অ্যাওয়ে ম্যাচে বার্সার মাঠ থেকে বাজে হারের অভিজ্ঞতা নিয়ে এসেছিল ম্যানসিটি।  হেরেছিল ৪-০ গোলের বড় ব্যবধানে। 
 
তবে নিজেদের মাঠ পেয়েই যেন জ্বলে উঠলো সিটিজেনরা। ফলে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বেশ ভালোভাবেই।
 
আগের ম্যাচে হ্যাটট্রিক করা মেসিও এদিন উদ্ধার করতে পারেননি বার্সেলোনাকে। তবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘সি’র দ্বিতীয় লেগে খেলতে নেমে আবারো দু’দলের মাঝে পার্থক্য গড়ে দেন মেসি। সিটির মাঠে খেলার ২১ মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে নেন তিনি।
 
তবে  খেলার ৩৯ মিনিটের মাথায় জার্মান মিডফিল্ডার গুনডোগানের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। বিরতির আগে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
 
বিরতির পর খেলার ৫১ মিনিটের মাথায় ম্যানসিটির বেলজিয়ান তারকা ডি ব্রুইন বার্সার জালে বল পাঠিয়ে দলকে লিড এনে দেন। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন গুনডোগান। ৩-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে ম্যানসিটি

No comments:

Post a Comment

Recent Posts Widget