নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ
থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি
ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরি কাটিয়ে উঠলেও নাম প্রত্যাহার করে নেয়ায় গুঞ্জন
উঠেছে টেস্ট থেকেই অবসর নিয়ে নিচ্ছেন নাকি।
তবে
ডি ভিলিয়ার্স জানান, এখনই অবসর নিচ্ছেন না। তবে কিছুদিনের জন্য বিশ্রাম
নিচ্ছেন তিনি। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে সীমিত ওভারের ম্যাচে মনোযোগী হতে
চান তিনি।
তিনি
বলেন, ‘আমরা কখনোই বিশ্বকাপ জিতিনি। আর সব ফরম্যাটে সিরিয়াস হওয়া সম্ভব
না। তাই বিশ্বকাপকে সামনে রেখে আমি সীমিত ওভারের ম্যাচেই মনোযোগী হতে
চাই।’
তবে
এখনই টেস্ট থেকে অবসর নিচ্ছেন না জানিয়ে বলেন, আমি অবশ্যই টেস্ট খেলবো।
কিন্তু এই মুহূর্তে মনোযোগী হতে চাই শুধু বিশ্বকাপের জন্য।
এ
বিষয়ে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, আমরা তার
এমন সিদ্ধান্তে বিস্মিত নই। কারণ সে আগেই বিষয়টি আলোচনা করেছিলো।
মঙ্গলবার
দক্ষিণ আফ্রিকার এক রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাতকারে ডি ভিলিয়ার্স বলেন,
নিজের উপর চাপ কমাতে িএবং ফিট থাকতেই এমন সিদ্ধান্ত তার। ক্রিকইনফো
No comments:
Post a Comment