গ্রানাডাকে হারিয়ে বার্সেলোনার
অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করলো মাদ্রিদ। শনিবার লা লিগায় টেবিলের তলানির
দিকে থাকা গ্রানাডাকে ৫-০ গোলে হারায় রিয়াল। এই জয়ের রেকর্ড ৩৯ ম্যাচে
উন্নীত করেছেন।
এতে
করে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার সাথে জয়ের দিক থেকে সমসংখ্যক
ম্যাচের মালিক এখন রিয়াল। গত এপ্রিলে সর্বশেষ পরাজয়ের স্বাদ পেয়েছিল রিয়াল।
চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে উল্ফসবার্গের বিপক্ষে ২-০ গোলে
পরাজিত হয়েছিল রিয়াল। সেই পরাজয়ের ক্ষতি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লীগের
শিরোপা জিতে পুষিয়ে নিয়েছির রিয়াল।
শনিবারের
ম্যাচে ইসকো দুটি, করিম বেনজেমা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কাসেমিরো গোলগুলো
করেছেন। বার্সেলোনার নিজস্ব রেকর্ড গত বছরই ক্যাম্প ন্যুতে রিয়াল
মাদ্রিদের কাছে ২-১ গোলের পরাজয়ের মাধ্যমে শেষ হয়েছিল। বর্তমানে
বার্সেলোনার থেকে ৬ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে শীর্ষস্থানে রয়েছে
রিয়াল। বৃহস্পতিবার কোপা ডেল রে’তে সেভিয়ার কাছে হার এড়াতে পারলেও জয়ের
নতুন রেকর্ড গড়বে রিয়াল। প্রথম লেগের ম্যাচে ইতোমধ্যেই ৩-০ ব্যবধানের
সুবিধা রয়েছে রিয়ালের সামনে।
ইত্তেফাক
No comments:
Post a Comment