আগামী
বছর মার্চে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে
অস্ট্রেলিয়া। ১৯৭০ সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে চার ম্যাচের টেস্ট
সিরিজ খেলবে অসিরা। ১৯৭০ সালের পর সবগুলো টেস্ট সিরিজই ছিলো- ৩ বা ২
ম্যাচের।
২০১৮
সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। তিনদিনের
প্রস্তুতিমূলক ম্যাচ দিয়ে সফর শুরু করবে অসিরা। ১ মার্চ থেকে শুরু হবে
টেস্ট লড়াই। ডারবানে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।
৯
মার্চ থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর তৃতীয় ও
চতুর্থ টেস্ট হবে যথাক্রমে ২২ ও ৩০ মার্চ। শেষ দুই টেস্ট হবে যথাক্রমে
কেপটাউন ও জোহানসবার্গে। ২০১৪ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিলো
অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ঐ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো অসিরা।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
২২-২৪ ফেব্রুয়ারি, ২০১৮ প্রস্তুতিমূলক ম্যাচ বেনোনি
১-৫ মার্চ, ২০১৮ প্রথম টেস্ট ডারবান
৯-১৩ মার্চ, ২০১৮ দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথ
২২-২৬ মার্চ, ২০১৮ তৃতীয় টেস্ট কেপটাউন
৩০ মার্চ-৩ এপ্রিল, ২০১৮ চতুর্থ টেস্ট জোহানেসবার্গ
ইত্তেফাক
No comments:
Post a Comment