ভারতীয়
ক্রিকেট দল বর্তমানে স্বপ্নের ফর্মের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। এই অবস্থায়
বিরাট ব্রিগেড যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-০ সিরিজ জেতে, তাতেও অবাক হওয়ার
কিছু নেই।
শনিবার এই দাবি করেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল।
সৌরভ
বলেন, 'অস্ট্রেলিয়ার কাছে এই ভারতীয় দলকে সামলানো বেশ কঠিন হবে। আমি
ক্রিকেট নিয়ে খুব বেশি ভবিষ্যতবাণী করতে চাই না। তবে ভারত যদি ৪-০ -তে
সিরিজ জয় করে, তাহলে আমি একটুও অবাক হব না।'
তিনি
আরও বলেন, 'বিগত ২৫ বছর ধরে ঘরের মাটিতে একটি কারণেই ভারত রাজত্ব করতে
পারছে। আর তা হল উপমহাদেশের ঘূর্ণি উইকেট। এটিই ভারতীয় দলকে একের পর এক
স্পিনার সমৃদ্ধ করেছে। (অনিল) কুম্বলে, হরভাজন (সিং), (রবিচন্দ্রন) অশ্বিন
আর এখন রবীন্দ্র (জাদেজা)।
সৌরভের
কথায়, 'ভারতীয় দলের কোনো বোলারের হাতে বল তুলে দিতে পারলেই সে ম্যাচ
জিতিয়ে আনার ক্ষমতা রাখে। এমনকি, যুবেন্দ্র চহবালের হাতে বল তুলে দিলেও সে
ম্যাচ জিতিয়ে আনে। একই কাজ করে অফ স্পিনার (জয়ন্ত) যাদব। ভারতে জিততে গেলে
স্পিনটা ভালো করে খেলতে হবে। পাশাপাশি, ভালো স্পিন বল করতেও হবে।'
সৌরভ
বিরাট কোহলিরও যথেষ্ট প্রশংসা করে বলেন, 'ব্যাটসম্যান হিসেবে কোহলি
অসাধারণ। আগামী দিনে ধোনির অভাব পূরণ করতে কোহলির কোনো সমস্যা হবে না।'
ইত্তেফাক
No comments:
Post a Comment