৫ মাসের জন্য মাঠের বাইরে ভিদাল

ডান গোঁড়ালির ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারছেন না বার্সেলোনার রাইট-ব্যাক এ্যালেইক্স ভিদাল। গুরুতর এই ইনজুরির কারণে প্রায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভিডাল। 
 
শনিবার আলাভেসের বিপক্ষে ৬-০ গোলের জয়ের ম্যাচে ৮৭ মিনিটে ভিডাল ইনজুরিতে পড়েন। এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে আলাভেসে খেলতে যাওয়া ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের কঠিন একটি চ্যালেঞ্জে ভিডাল ইনজুরি আক্রান্ত হন। বার্সার এক বিবৃতিতে বলা হয়েছে ভিডালকে পরবর্তীতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার গোঁড়ালির হাড়ে ইনজুরি ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের বিকল্প নেই। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত পাঁচ মাস সময় লাগবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 
 
মৌসুমের শুরুতে বেশিরভাগ সময় বার্সা বস লুইস এনরিকের বিবেচনায় মূল একাদশের বাইরে ছিলেন ভিডাল। লড়াই করেই সম্প্রতি তিনি দলে ফিরেছিলেন। এনরিকে বলেছেন, ভিদালের এই ইনজুরিতে আমি হতাশ। বার্সা মিডফিল্ডার ইভান রাকিটিচও ভিডালের দ্রুত সুস্থতা কামনা করেছেন। 
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget