স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার
জার্সিতে চারশো ম্যাচ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল
জাদুকর লিওনেল মেসি। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।
খেলার ৮৬ মিনিটে তার পা থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক।
বার্সার
জার্সিতে ৫৬৬টি ম্যাচে মাঠে নামলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। যেখানে
৪০০টিতেই জয়ের স্বাদ পান ফুটবলের খুদে এই জাদুকর। তার খেলা ১০২টি ম্যাচ ড্র
হয়, ৬৪টিতে হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে আজকের ম্যাচটি জিতে ক্যারিয়ার
স্মরণীয়ই করে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।
মেসির সবচেয়ে প্রিয় শিকার অ্যাতলেতিকো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির বিপক্ষে ২৭টি গোল করলেন তিনি।
জয়ের
লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই চড়াও ছিলো বার্সা। খেলার ৬৪ মিনিটে বার্সার
হয়ে প্রথম গোলটি করেন রাফিনহা। ৭০ মিনিটে দিয়েগো গডিনের গোলে সমতায় ফেরে
অ্যাতলেতিকো। পরে মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
ইত্তেফাক
No comments:
Post a Comment