ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

পুনেতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া। এজন্য তারা পিচের চেহারাই পাল্টে ফেলতে চলেছে। আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে শুরু হবে এই টেস্ট। এখানকার পিচ অনেকটা শক্ত হবে বলেই কিউরেটরের বরাতে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ২২ গজ প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে কিউরেটর কে শ্রীরামকে।অথচ একই নামের (শ্রীধরণ শ্রীরাম) আরেক ভারতীয়ের পরিকল্পনায় প্রথম টেস্টে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা। ঘূর্ণি উইকেটে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের ছাত্র স্টিভ ও'কিফ দুই ইনিংসে তুলে নেন ১২ উইকেট।

পুনের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এবার ব্যাঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। সেটিই জবাবে রোববার চিন্নাস্বামীর পিচ কিউরেটর কে শ্রীরাম বলেন, 'ব্যাঙ্গালুরুর উইকেটে আগের মতোই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুনের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।'

তিনি বলেন, 'এখানে কোনো দিনই খারাপ উইকেট হয়নি। এবারও হবে না। কোনো দল জঘন্য পারফরম্যান্স না করলে খেলা পাঁচ দিন গড়াবে।' অবশ্য অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান ব্যাঙ্গালুরুর উইকেট নিয়ে দুশ্চিন্তায় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন।

প্রথম টেস্টে দাপুটে জয়ের পরে নিজের দেশের সাংবাদিকদের তিনি বলেছেন, 'পরের টেস্টে আমাদের কেমন উইকেট দেয়া হবে, তা নিয়ে ভাবছি না। এমন ঘূর্ণি উইকেটে যদি আমরা ভারতকে হারাতে পারি, তাহলে অন্য যে কোনো উইকেটেও পারব।' লেম্যান আরও বলেন, 'ব্যাঙ্গালুরুর উইকেট সাধারণত যেমন হয়, তা যদি থাকে, তা হলে আমাদের ব্যাটসম্যান আর পেসাররা ম্যাচ জেতাবে।'

No comments:

Post a Comment

Recent Posts Widget