পুনে
টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য ও ১৩ রান করেন ভারতের অধিনায়ক বিরাট
কোহলি। তবে ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলিকে সেরা রূপেই দেখা
যাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, ‘আরও শক্তি ও
সামর্থ্য নিয়েই পরের টেস্টে ফিরবে কোহলি। দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলে
দিতে পারে সে।’
পুনে
টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ মিনিট ক্রিজে থাকতে পেরেছেন কোহলি। এই ২
মিনিটে মাত্র ২ বল খেলে শূন্য হাতেই বিদায় নেন তিনি। কোহলিকে বিদায়
করেছিলেন স্টার্ক। এমনকি ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কোহলি। মাত্র ১৩
রান করতে পারেন তিনি। এবার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্টিভ
ও’কেফির।
পুনে
টেস্টে ব্যর্থ হলেও, ব্যাঙ্গালুরু টেস্টে কোহলি সেরা রূপেই ফিরবে বলে মনে
করেন অসি পেসার স্টার্ক, ‘সে দুর্দান্ত খেলোয়াড়। আমরা সবাই তা জানি। চলমান
মৌসুমে অনেক বেশি রানও করেছে কোহলি। তার সামর্থ্য বিশ্ব ক্রিকেটের সবাই
জানে। প্রথম টেস্টে বড় ইনিংস খেলতে পারেনি সে। তবে দ্বিতীয় টেস্টে সেরা
রুপেই দেখা যাবে কোহলি। ভালো খেলোয়াড়রা ঘুরে দাঁড়াতে সময় নেয়না।’
প্রথম
টেস্টের প্রথম ইনিংসের মত সিরিজের বাকি ম্যাচগুলোতেও কোহলিকে শিকার করতে
চান স্টার্ক। তিনি বলেন, ‘আমরা জানি এই সিরিজে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট
কোহলির। বিশ্বমানের খেলোয়াড় সে। তার উইকেট নিতে পারাটা অনেক বড় অর্জন।
সিরিজের বাকি তিন টেস্টের ছয় ইনিংসে কোহলির উইকেট নিতে চাই আমি।’
পুনে
টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
অস্ট্রেলিয়া। তবে সিরিজের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে ভারত। তাই সর্তক
থাকবে অসিরা বলে জানালেন স্টার্ক, ‘প্রথম টেস্টে যা হয়েছে, এতে আমরা সত্যিই
খুব খুশি। কিন্তু আমরা জানি, এক টেস্টেই সব কিছু হয়ে যায়নি। এখনো তিনটি
টেস্ট বাকি আছে। ভারত ঘুরে দাঁড়াবে, এতে কোন সন্দেহ নেই। তাই আমরা বেশ
সর্তকও।’ আগামী ৪ মার্চ থেকে ব্যাঙ্গালুরুতে শুরু হবে সিরিজের দ্বিতীয়
টেস্ট। ক্রিকইনফো।
No comments:
Post a Comment