সিরিজ জয়ের চ্যালেঞ্জ আজ

শ্রীলঙ্কানরা খুব তেতে আছে। কেউ খেলোয়াড়দের শাস্তি চাচ্ছেন, কেউ দলে বদল চাচ্ছেন। আবার ম্যানেজমেন্ট চাচ্ছে সবুজ ঘাসের উইকেট বানিয়ে বাংলাদেশকে আজ চমকে দিতে। সে লক্ষ্যে দলে বাড়তি দুই পেসারও যোগ করেছে তারা।

আর বাংলাদেশের লক্ষ্য একটাই— এ সব তোড়জোড়, আলোচনা শেষ করে দিয়ে আজই সিরিজটা নিজেদের করে নেওয়া।


হ্যাঁ, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের লক্ষ্যে আজ ডাম্বুলায় দিবা-রাত্রির ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে আজ বাংলাদেশ সময় দুপুর তিনটায়। প্রথম ম্যাচে ৯০ রানের জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ দল কেবল সিরিজে এগিয়ে আছে, তা নয়। দ্বিতীয় ম্যাচ শুরুর আগে সব সমীকরণেও এগিয়ে আছে। ৮ ব্যাটসম্যানের দীর্ঘ ব্যাটিং লাইনআপ নিয়ে তৈরি বাংলাদেশ। এ আটজনের মধ্যে দুজন নিখাদ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ এবং তিনজন পার্ট টাইম বোলার। ফলে বাংলাদেশ ৫ জন জেনুইন বোলার ও ৩ জন পার্ট টাইমার নিয়ে মাঠে নামতে পারছে। বাংলাদেশের প্রধান সম্পদ এ ভারসাম্য। সাথে যোগ হয়েছে বাংলাদেশি টপ অর্ডারের দারুণ ফর্ম।

শ্রীলঙ্কান নির্বাচক ও সাবেক তারকা ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া যথার্থ বলেছেন, এ বাংলাদেশের যে ব্যাটিং ও বোলিং গভীরতা, তাতে তাদের বিপক্ষে জয় আশা করা কঠিন।

এ সব হিসাব ও সমীকরণ এবং কথাবার্তা বাংলাদেশকে আজকের ম্যাচেও পরিষ্কার ফেভারিট করে তুলেছে। তবে সতর্ক বাংলাদেশ এ ফাঁদে পা দিতে চায় না। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পরিষ্কার বলে দিয়েছেন, নিজেদের ফেভারিট ভেবে আয়েস করার কোনো সুযোগ নেই। ফলে শতভাগেরও বেশি মাঠে উজাড় করে দিতে প্রস্তুত তারা।

আবার এ সতর্কতা মোটেও আত্মসমর্পণের কোনো ইঙ্গিত নয়। পাশাপাশি অধিনায়ক বলেছেন, তারা আজ সিরিজটা নিজেদের করে নেওয়ার ব্যাপারে খুবই আশাবাদী, ‘আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি অবশ্যই সেরা সুযোগ থাকবে সিরিজ জেতার। আমি জানি, ওরা আপ্রাণ চেষ্টা করবে সিরিজে ফিরতে। ওরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই চাইবে প্রথম থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে, সেটা খেলার সামর্থ্যও আছে ওদের। আমাদের কাজ হবে পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো মাঠে বাস্তবায়ন করা।’

আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। উইনিং একাদশ ভাঙার যুক্তি নেই। তবে মাশরাফি বলেছেন, প্রয়োজন হলে কম্বিনেশন ভাঙতে আপত্তিও নেই তাদের। তবে কম্বিনেশন যাই হোক, লক্ষ্য ওই একটাই— সিরিজ আজই জয় করা।

ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget