প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)
বিরুদ্ধে অতিমানবীয় এক খেলা উপহার দিয়ে বার্সেলোনার রেকর্ড গড়া ম্যাচের
নায়ক নেইমার। কিন্তু এই ম্যাচের পর ইনজুরিতে আক্রান্ত হয়ে লা করুনার
বিপক্ষে বার্সার জার্সি গায়ে নামতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।
চ্যাম্পিয়নস
লিগের প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও প্রথম কোন দল হিসেবে বার্সেলোনা
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাও ঘরের মাঠে ১ গোল খেয়ে। আর এই ফলাফলের
মূল কৃতিত্ব যায় নেইমারের কাছে। কেননা ম্যাচের ৮৮ মিনিট থেকে ৯৫ মিনিট
পর্যন্ত তার করা দুটি গোল ও একটি গোল সহায়তা পুরো ম্যাচের চিত্র পাল্টে
দেয়। যেখানে বার্সেলোনার খেলোয়াড়রা পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না, তারা
জিতে গেছে।
কিন্তু
এই ম্যাচের পরেই ইনজুরিতে পরেছেন নেইমার। চোট টা খুব গুরুতর নয় বলে
জানিয়েছে বার্সেলোনা। শনিবার বার্সেলোনার অনুশীলনেও ছিলেন না নেইমার।
জানানো হয়, ইনজুরির কারণে অনুশীলন করবেন না তিনি। সেই সঙ্গে লা করুনার
বিরুদ্ধে লা লিগার ম্যাচেও থাকবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডার। ইয়াহু
নিউজ।
No comments:
Post a Comment