বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে আসা প্রায় অসম্ভব : মরিনহো

বার্সেলোনা সুপার স্টার ও ব্রাজিল অধিনায়ক নেইমারকে দলে পেতে ইংলিশ ক্লাবগুলো উঠে-পড়ে লেগেছে বলে ইউরোপের ফুটবল পাড়ায় গুঞ্জন উঠেছে। তবে এ গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। তিনি বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়কে বার্সেলোনা কখনোই ছাড়বে না। দলের সেরা তারকাদের একজন নেইমার। এখন সে অনেক বেশি পরিপক্ব। মেসি-সুয়ারেজের মতো নেইমারকেও বার্সা ছাড়বে না।’
 
ইউরোপের ফুটবল পাড়ায় হঠাৎই শিরোনামে নেইমার। মাঠের পারফরমেন্সের জন্য নয়, তাকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠেছে ইংলিশ লীগের দলগুলো। সেখানকার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ‘ইংলিশ লীগের অনেকগুলো দল নেইমারকে দলে ভেড়াতে পরিকল্পনা করছে এবং আর্থিক হিসাব-নিকাশও করছে ক্লাবগুলো।’
 
এমন খবর শুনে অবাক হয়েছেন মরিনহো। নেইমারকে দলে নেয়ার খবর শুধুমাত্র গুঞ্জন বলে মনে করেন তিনি, ‘নেইমারকে দলে ভেড়ানোর বিষয়টি একেবারেই ভিত্তিহীন, এটি নিছক গুঞ্জন। বিশ্বসেরা খেলোয়াড়কে কোন ক্লাব কখনো ছাড়ে না। ঠিক তেমনি নেইমারকে কখনো ছাড়বে না বার্সেলোনা। আগামী ৮/১০ বছরেও নেইমারকে ছাড়বে না বার্সা।’ 
 
মেসির পরই নেইমার বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় হবে- বিশ্বাস করা মরিনহো বলেন, ‘আরও অনেক দিন বার্সেলোনার হয়ে খেলবে মেসি। তার বিদায়ের পর নেইমারই হবে বার্সার তুরুপের তাস। নেইমারকে নিয়ে ভবিষ্যতে সাফল্য অর্জন করবে বার্সা। তাই নেইমারকে ছেড়ে দিয়ে বোকার মত কাজ করবে না বার্সেলোনা।’
 
ব্রাজিলের ক্লাব সান্তোস ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। বার্সার হয়ে ১৭৬ ম্যাচে এখন পর্যন্ত ৯৯টি গোল করেছেন ২৫ বছর বয়সী নেইমার। ইএসপিএন এফ সি
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget