শততম টেস্ট জয়, ওয়ানডে সিরিজে প্রভাব ফেলবে : মাশরাফি

শততম টেস্ট জয়, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রভাব ফেলবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কলম্বোর পি.সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ছিলো বাংলাদেশের শততম টেস্ট। ঐ ম্যাচটি ৪ উইকেটে জিতে টাইগাররা। 
 
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বাজেভাবে হারলেও, দ্বিতীয় টেস্টে দারুন এক জয় দিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয়, বাংলাদেশের জন্য অবিস্মরনীয়। কারন ঐ টেস্টটি ছিলো বাংলাদেশের শততম টেস্ট। বাংলাদেশের আগে নিজেদের শততম টেস্ট জিততে পেরেছে মাত্র তিনটি দল। 
 
তাই শততম টেস্টে এমন দুর্দান্ত জয়, আসন্ন ওয়ানডে সিরিজে প্রভাব ফেলবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় জয়। বাংলাদেশের ১০০ তম টেস্ট জয়ে শুধু খেলোয়াড়রা নয় সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং যারা ম্যাচ দেখেছেন তাদের জন্য এটি আনন্দদায়ক। এটা স্পষ্টভাবে ওয়াানডে সিরিজে প্রভাব ফেলবে। টেস্ট দলের অধিকাংশই খেলোয়াড়ই ওয়ানডেতে আছে। তাই তারা মানসিকভাবে সিরিজের আগ থেকেই উদ্বুদ্ধ। পাঁচ টেস্ট পর আমরা সাদা বল-এ ক্রিকেট খেলবো। যদি আমরা শুরুটা ভালো করতে পারি তবে আমাদের সবকিছুই ভালো হবে।’
 
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৪টিতে জয়, ৩৩টি ম্যাচে হেরেছে। ৪টি জয়ের ১টি এসেছে শ্রীলঙ্কার মাটিতে। সর্বশেষ ২০১৩ সালে সফরের তৃতীয় ও শেষ ম্যাচে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। তবে ঐ ম্যাচটি বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হবে না বলে মনে করেন মাশরাফি, ‘ব্যক্তিগতভাবে, অতীত আমাকে কখনও সাহায্য করেনি। হতে পারে অন্য খেলোয়াড়দের অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু আমি অতীত থেকে প্রেরণা নিতে পারিনি। অতীতে অনেক ম্যাচ খেলেছি এবং অধিকাংশই হেরেছি। কিন্তু তার মানে এই নয়, আমি ভবিষ্যতে জিততে পারবো না। আমাদের ২০১৩ সালের জয়ের কথা মনে রাখতে হবে এমনটা আমি মনে করি না। আমি মনে করি ফুরফুরে মেজাজে থাকাটাই সবচেয়ে গুরুত্বপুর্ন বিষয়।’ 
 
আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাসস।

No comments:

Post a Comment

Recent Posts Widget