ছয় বছর পর ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরবে ব্রাজিল

দীর্ঘ ছয় বছর ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে ফিরে আসবে । আগামি ৬ এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে।  
 
ব্রাজিলের কোচ টিটে দায়িত্ব নেয়ার পর দলটি টানা নয় ম্যাচ জিতে নিয়েছে, যারমধ্যে ২৫ গোল করলেও ২ টি গোল হজম করেছে সেলেকাওরা। গত সপ্তাহে উরুগুয়ের বিপক্ষেও ৪-১ গোলের জয় ও মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দরুণ আগামি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছে। 
 
এই দুই বিজয়ে ব্রাজিল র‌্যাংকিং টেবিলে আর্জেন্টিনাকে সরিয়ে দিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে।
 
এদিকে বলিভিয়ার কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে সেই সঙ্গে চার ম্যাচের জন্য দেশটির তারকা ফুটবলার মেসির নিষেধাজ্ঞা আরেক দু:সংবাদ হয়ে এসেছে আর্জেটাইন ভক্তদের জন্য। সনি ইএসপিন।
 
ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ ২০ দল
 
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. জার্মনি
৪. চিলি
৫. কলম্বিয়া
৬. ফ্রান্স
৭. বেলজিয়াম
৮. পর্তুগাল
৯. সুইজারল্যান্ড
১০. স্পেন
১১. পোল্যান্ড
১২. ইতালি
১৩. ওয়েলস
১৪. ইংল্যান্ড
১৫. উরুগুয়ে
১৬. মেক্সিকো
১৭. পেরু
১৮. ক্রোয়েশিয়া
১৯. মিশর
২০. কোস্টারিকা
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget