মনোবিদের শরণাপন্ন নেইমার

মনোবিদের শরণাপন্ন হলেন ব্রাজিলের অধিনায়ক ও বার্সেলোনার স্ট্রাইকার নেইমার। গেল ৯ এপ্রিল স্প্যানিশ ফুটবল লীগে মালাগার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। তাই মন-মানসিকতা আরও দৃঢ় করতে মনোবিদের কাছে হাজির হয়েছেন তিনি। এজন্য কোচ লুইস এনরিকের সহায়তাও নিয়েছেন নেইমার, ‘মাঠে নিজের মেজাজকে ধরে রাখতেই মনোবিদের শরণাপন্ন হলাম। যাতে খেলার উপর অন্য কিছুর প্রভাব না পড়ে। এনরিকের মাধ্যমেই মনোবিদের কাছে গিয়েছি।’
সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। এরমধ্যে দলের সেরা খেলোয়াড়ের একজন দেখেছেন লাল কার্ড। সেটি হলেন-নেইমার। সেই প্রভাব গিয়ে পড়ে দলের উপর। তাই ভবিষ্যতে যাতে এমন ভুল আর না হয়, তাই নেইমারকে মনোবিদের কাছে পাঠিয়েছেন এনরিকে। 
 
এনরিকের ঘনিষ্ঠ মনোবিদ জোয়াকুইন বালদেসের সাথে দেখা করে বেশ কিছু টিপস নিয়েছেন বলেন নেইমার, ‘বালদেসের সাথে দীর্ঘক্ষণ সময় কাটালাম। ঐ সময়গুলো দারুণ ছিলো। আমার চিন্তা-ধারায় আমূল পরিবর্তন ইতোমধ্যে এসেছেও। আমি আবারো যাবো তার কাছে। এজন্য এনরিককে ধন্যবাদ।’
 
নেইমারকে মনোবিদের কাছে পাঠানোর ব্যাপারে এনরিকে বলেন, ‘আসলে ঐ লাল কার্ডের পর অনেক বেশি ভেঙ্গে পড়েছিলো নেইমার। আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। তখন বুঝতে পারলাম, হতাশা ঘিরে ধরেছে নেইমারকে। তাই দ্রুতই মনোবিদের কাছে তাকে পাঠাই। আশা করি ভালো হবে নেইমারের জন্য।’ বাসস
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget