নেইমার
বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে
বিশ্বসেরা খেলোয়াড় হবার পথে রয়েছেন বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক
রিয়াল মাদ্রিদের ডেভিড বেকহ্যাম। তিনি বলেন, ‘মেসি- রোনালদো বিশ্বসেরা
খেলোয়াড়। তাদের টপকে বিশ্বসেরা হবার পথেই রয়েছে নেইমার। এজন্য খুব বেশি
অপেক্ষা করতে হবে না তাকে।’
সান্তোস
ছেড়ে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। এরপর পারফরমেন্স দিয়ে ফুটবল
বিশ্বের তারকা খেতাব পেয়ে গেছেন তিনি। তার পারফরমেন্স মুগ্ধ ইউরোপের
অন্যান্য দলগুলো। তাকে দলে ভেড়াতে সর্বদাই ওঁৎ পেতে থাকে তারা। এবার
নেইমারের প্রশংসা করলেন ইংল্যান্ডের বেকহ্যামও, ‘নেইমার একজন অসাধারন
পারফর্মার। এই প্রজন্মের সেরাদের মধ্যে অন্যতম সে। বার্সেলোনায় যোগদানের পর
তার পারফরমেন্সের আরও উন্নতি হয়েছে। কারণ ২০১৩ সালে বার্সাতে আসার পর
ফুটবল বিশ্বের তারকাদের সাথে খেলছেন তিনি। তার নম্র আচরণে আমি সবসময়ই
মুগ্ধ। সে সম্মানিত ও শিখতে চায় সর্বদা।’
ভবিষ্যতে
পারফরমেন্স দিয়ে আরও বড় তারকা হবেন নেইমার বলে জানান বেকহ্যাম, ‘যে গতিতে
এগিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে সবাইকে ছাড়িয়ে যাবে সে। মেসি-রোনাল্ডোকে ছড়িয়ে
সেরা খেলোয়াড় হবার পথেই রয়েছে নেইমার। মেসি-রোনাল্ডো যা পারেননি, নেইমার
জাতীয় দলকে অনেক বড় বড় সাফল্য এনে দিবে।’ বাসস।
No comments:
Post a Comment