বাংলাদেশ সফর বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছর জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের। আইসিসির মিটিং শেষে পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়ার খান বাংলাদেশে না আসার বিষয়টি নিশ্চিত করেন। জানান, দুই দেশের সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন আজহার আলী-ইরফানরা। ওইবার হোম সিরিজের বাহানায় বিসিবির কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার নেয় পিসিবি।
তবে এবার এ ধরনের কোনো শর্ত মানতে রাজি হয়নি বিসিবি যা সিরিজ বাতিলের অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিলো বাংলাদেশ দল।
Source : Independent TV
No comments:
Post a Comment