ইংল্যান্ডে
অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দলে ডাক
পেয়েছেন নতুন মুখ কেশব মহারাজ। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেলেন এ
লেগ-স্পিনার। তবে ইনজুরির কারণে সুযোগ পাননি দলের সেরা পেস তারকা ডেল
স্টেইন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ঘোষিত দক্ষিণ আফ্রিকার এই দলটি।
টেস্ট
ম্যাচ দিয়ে ২০১৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন মহারাজ। শুরু
থেকেই বল হাতে চমক দেখিয়েছেন তিনি। এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন
২৭ বছর বয়সী মহারাজ। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে এবার প্রোটিয়ার ওয়ানডে
দলে ডাক পেলেন তিনি। তাই ডান-হাতি লেগ স্পিনার ইমরান তাহিরের সাথে হাত
ঘুরাবেন মহারাজ।
এদিকে,
১০ মাস পর ওয়ানডে ফরম্যাটের দলে ফিরেছেন পেসার মরনে মরকেল। তার সাথে পেস
বিভাগে আছেন- কাগিসো রাবাদা, ওয়েন পার্নেল, ক্রিস মরিস, ডোয়াইন প্রিটোরিয়াস
ও আন্দিল ফেলুকুইয়াও।
ক্রিকেট
দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচকদের আহ্বায়ক লিন্ডা জনডি দল নিয়ে বলেন,
‘আমরা মনে করি, সেরা দলটিই বেছে নেয়া হয়েছে। যারা গেল দু’মৌসুমে দল হিসেবে
খেলেছে। টেস্ট ফরম্যাটে ভালো করার জন্যই মহারাজকে ওয়ানডেতেও নেয়া হলো।
বোলিং-এ ভিন্ন প্রকৃতির বৈচিত্র্যর সাথে তার ব্যাটিং আমাদের কাজে আসবে।’
ইংল্যান্ডের
বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগামী ১৬ মে দেশ ছাড়বে
দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ৩ জুন।
প্রতিপক্ষ শ্রীলংকা। তার আগে দু’টি প্রস্তুতি ম্যাচসহ ইংল্যান্ডের বিপক্ষে
তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। সিরিজ শুরু হবে ২৪ মে।
ইংল্যান্ড
সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : এবি ডি
ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ
ডু-প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল
ফেলুকুইয়াও, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ,
ফারহান বেহারদিয়ান ও মরনে মরকেল। ইএসপিএন ক্রিকইনফো।
No comments:
Post a Comment