চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী ১ জুন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। 
সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় ২৪ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বেশি বলে ধারণা করা হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ এর আগে ২০০০ সালে একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে। তখন অবশ্য টুর্নামেন্টটা আইসিসি নক-আউট ট্রফি নামেই পরিচিত ছিল। প্রায় দেড় যুগ পর আবারও ওই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড এর জমজমাট লড়াই।
 
সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। গত অক্টোবরে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজেও দুই দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে। টেস্ট সিরিজেও ছিল সমতা। 
 
তবে এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। গ্রুপ পর্বে ভারতের সবগুলো ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। তিনটি ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
 
ভেন্যুগুলো হল : লন্ডনের ওভাল, ওয়েলসের কার্ডিফ ও বার্মিংহামের এজবাস্টন। আগামী ১৮ জুন ওভালে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। বাসস।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget