ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে আয়ারল্যান্ড পৌঁছেছে টাইগাররা। রবিবার অধিনায়ক মাশরাফিকে ছাড়াই আয়ারল্যান্ডে পৌঁছায় টাইগাররা।
পারিবারিক সমস্যার কারণে সাসেক্সে ক্যাম্প চলাকালীন বাংলাদেশে ফিরে আসেন ম্যাশ।
ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প শুরু করে বাংলাদেশ। এসময় দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে টাইগাররা। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও, দ্বিতীয়টিতে জয় পায় বাংলাদেশ। দু’টি ম্যাচেই তিন শতাধিক রানের পাহাড় গড়ে মুশফিকুর-মাহমুদুল্লাহরা।
এবার আয়ারল্যান্ড মিশনে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আগামী ১২ মে থেকে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিন আইরিশদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবে বাংলাদেশ। কারণ আগামী ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের প্রথম দিনই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাসস।
ইত্তেফাক
No comments:
Post a Comment