মেসির প্রতিই অনুরক্ত ম্যারাডোনা, রোনালদোকে বললেন ‘অসাধারণ’

তুলনামূলক বিচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে স্বদেশী লিওনেল মেসির প্রতিই বেশী অনুরক্ত আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। তবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও ‘অসাধারণ’ খেতাবে ভূষিত করেছেন তিনি। 
 
টিভিসি স্পোর্টসকে ম্যারাডোনা বলেন, ‘লিওনেল মেসি খারাপ খেলেছেন এমন কোন ঘটনা আমার মনে পড়ে না। আমি রোনালদোর চেয়ে মেসিকেই এ কারণে বেশি পছন্দ করি। তবে লিখিতভাবে এই কথাটি বলে দিতে পারি যে রোনালদো ‘অসাধারণ’।’
বর্তমানে দুবাইয়ে বসবাসরত ম্যারাডোনা বলেন, ‘রোনালদো পর্তুগালের না হয়ে আর্জেন্টিনার হলেই ভাল হতো। তিনি আমাকে গ্যাব্রিয়েল বাতিস্তুতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যিনি বলে ছোঁয়া লাগালেই গোল হয়ে যেত।’
 
আবারো মেসি প্রসঙ্গে ফিরে এসে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তী বলেন, ‘বিশ্বকাপ শিরোপা জয় করতে না পারলেও বার্সেলোনার এই ফুটবল তারকা এখনো বিশ্বের সেরা। কিন্তু তার একার পক্ষে তো বিশ্বকাপ শিরোপা জয় করা সম্ভব নয়। এ জন্য আপনার অবশ্যই একটি ভাল দলের প্রয়োজন হবে।’ 
 
ফুটবলের ইতিহাসে মেসির নাম লেখা থাকবে উল্লেখ করে ম্যারাডোনা বলেন, ‘ফুটবলকে তিনি যেমন দিয়েছেন, খেলাটিও তাকে অনেক কিছু দিয়েছে। শুধুমাত্র বিশ্বকাপ জয় করা ছাড়া তার আর কোন কিছুতেই অপূর্ণতা নেই।’ ইএসপিএন এফসি/বাসস।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget