অস্ট্রেলিয়ার
সাবেক পেসার মিচেল জনসন বলেছেন, নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন
এ্যাশেজ সিরিজে স্পস্টভাবেই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বাজে
পারফরমেন্সে তাদের ছন্দহীনতাকে আসন্ন এ্যাশেজে অস্ট্রেলিয়ার ভালভাবে কাজে
লাগানো উচিত।
নটিংহামের
দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ
সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নিজেদের ১০
টেস্টের মধ্যে সাতটিতে পরাজিত হয় জো রুটের দলটি।
ব্রিজবেনে
২৩ নভেম্বর শুরু হবে এ্যামেজের প্রথম টেস্ট এবং জনসন বলেন, এই পরাজয়ে
ইংল্যান্ডের প্রস্তুতিতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
অস্ট্রেলিয়ান
গণমাধ্যমকে জনসন বলেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। তবে তারা এভাবেই পরাজিত হয়ে
আসছে। অনেক সমস্যা নিয়ে তারা অস্ট্রেলিয়া আসছে। অসিদের যথেষ্ট সম্ভাবনা
আছে। এই মুহূর্তে সম্ভবত ইংল্যান্ড দলে সেই ধরনের ধারাবাহিকতা নেই। তাদের
দলে কিছুটা পরিবর্তন এসেছে, সুতরাং তারা সঠিক দলটি খুঁজে নিতে চেষ্টা
করছে।’
তিনি
আরও বলেন, ‘আরেকটি এ্যাশেজ সিরিজের খুব বেশি দেরী নেই সুতরাং আপনি এ
সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তবে এটা তাদের জন্য কঠিন হবে। কেননা, তারা
কেবল পরাজিতই হচ্ছে।’
২০১৩-১৪
এ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে অসি দলের হয়ে মুখ্য
ভূমিকা পালন করা জনসন বলেন, ‘এটা একটা গ্রেট সিরিজ হবে। তবে একই সঙ্গে কিছু
শংকাও আছে।’
২০১৩-১৪
এ্যাশেজে ১৩.৯৭ গড়ে মোট ৩৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে একাই ধসিয়ে দিয়ে
অস্ট্রেলিয়া ক্রীড়াঙ্গনে নিজের নামকে প্রতিষ্ঠিত করেন জনসন। ২০১৫ সালে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
No comments:
Post a Comment