চুক্তি
ছিল আট ম্যাচের। কিন্তু কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই গত ১২
জুলাই হঠাৎ দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে,
কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তামিমের স্ত্রী আয়েশা
সিদ্দিকা। তাই আতঙ্কেই পরিবার নিয়ে ফিরে এসেছেন এ বাঁহাতি ওপেনার। যদিও
তামিম তা অস্বীকার করেছেন এবং ফেরার কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম যদি এটা নিয়ে
আনুষ্ঠানিক অভিযোগ করে, তবে হুলুস্থুল ঘটিয়ে ছাড়বে এবং তার পাশে থাকবে
বিসিবি।
তামিমের
ব্যক্তিগত বিষয়কে সম্মান জানাচ্ছেন বিসিবি সভাপতি। এ বিষয়ে বিসিবির করণীয়
জানতে চাইলে গতকাল গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘যখন
ঘটনা প্রকাশ করতে চাই না, আমরা সাধারণত বলি ব্যক্তিগত কারণে। তামিম এটাকে
ব্যক্তিগত বলে শেষ করতে চাচ্ছে। যা-ই ঘটুক, সে যেহেতু চায় না এটা জানাজানি
হোক, আমার মনে হয় এতটুকু সম্মান তাকে দেখানো উচিত। তবে সে যদি এটা নিয়ে
আমাদের কাছে কখনো অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এটা নিয়ে
হুলুস্থুল বাধাবে, কোনো সন্দেহ নেই।’
গত
সোমবার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে তামিমের স্ত্রী বর্ণবাদী আচরণের শিকার
হয়েছেন বলে গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিষয়টি এসেক্সকে জানিয়ে দেশে
ফিরে আসনে তিনি। হঠাৎ দেশে ফেরার পেছনে ব্যক্তিগত কারণের কথা জানিয়ে দেন
ফেসবুক ও টুইটারে। তামিম ব্যক্তিগত বললেও কিছু একটা ঘটেছে তা নিয়ে সন্দেহ
নেই। বিষয়টিকে গুরুতর কিছু মনে করছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘এ
ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে রিপোর্ট করা, থানায় যাওয়াটা গুরুত্বপূর্ণ।
আমার ধারণা, হয়তো কোনো একটি ঘটনা ঘটেছে। কিন্তু অত সিরিয়াস না, যতটা আমরা
ভাবছি বা পত্র-পত্রিকায় যেভাবে এসেছে। তামিমের হয়তো ওখানে গিয়ে
প্রাথমিকভাবে রিপোর্ট করার মতো অবস্থা ছিল না বা সে মনে করেছে দরকার নেই।’
ভবিষ্যতে
এ ধরনের ঘটনা মোকাবেলায় বাংলাদেশের ক্রিকেটারদের পরামর্শও দিয়েছেন নাজমুল
হাসান পাপন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিরাপত্তা দিতে
হবে। এ ঘটনা নিয়ে বলছি না। এ ধরনের ঘটনা যদি ঘটে, বাংলাদেশের সব খেলোয়াড়কে
বলছি, সঙ্গে সঙ্গে আমাদের যেন জানানো হয়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ইত্তেফাক
No comments:
Post a Comment