বন্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
ঢাকা এবং চট্টগামের পর তৃতীয় ভেন্যু হিসেবে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বরিশাল এই আসরে অংশ নেবে তা নিশ্চিত। এই আসরে নতুন আইকন হিসেবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আগের আসরগুলোর চেয়েও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে সারাদেশে বন্যার কারণে পরিকল্পনায় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না বলেও নিশ্চিত করেছেন তিনি। ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
ঢাকা এবং চট্টগামের পর তৃতীয় ভেন্যু হিসেবে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বরিশাল এই আসরে অংশ নেবে তা নিশ্চিত। এই আসরে নতুন আইকন হিসেবে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার আগের আসরগুলোর চেয়েও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল বিসিবির। তবে সারাদেশে বন্যার কারণে পরিকল্পনায় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment