ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের গভীর শ্রদ্ধাঞ্জলি

একুশ ফিরে এলো আবার। আরেক ফাল্গুনে। কৃষ্ণচূড়া, চন্দ্রমল্লিকা ফোটার দিনে। একুশ ফিরে আসে বারবার। সাহস ও শক্তির বারতা নিয়ে। মায়ের মুখের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গরিমা নিয়ে। একুশে ফেব্রুয়ারির ব্যাপ্তি এখন আরও বিশাল। একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যারা বাংলা ভাষা প্রতিষ্ঠায় জীবন বিসর্জন দিয়েছেন, মাতৃভাষার প্রতি তাদের মাতৃত্ববোধের নজির বিরল। তারা চির অমর। অক্ষয় তাদের আত্মত্যাগের স্মৃতি।

বাঙালির মাতৃভাষা রক্ষায় আত্মত্যাগের সেই গৌরবোজ্জ্বল দিন ছিল কাল। এমন দিনে কোনো বাঙালিই অপ্রকাশ্য রাখতে পারে না নিজের আবেগ- ক্রিকেটাররাও পারেননি। এ দিন গোটা জাতি বিনম্র



শ্রদ্ধায় স্মরণ করেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের। যারা ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ প্রাণের এই দাবি পূরণে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মায়ের ভাষার সম্ভ্রম রক্ষায় এ দিনে ১৪৪ ধারা ভঙ্গ করে বুকের তাজা রক্তে রাঙিয়েছিলেন রাজপথ। রফিক, সালাম, বরকত, জব্বারদের আত্মত্যাগের সেই দিন ছিল কাল। গোটা জাতির সঙ্গে এ দিন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অমর শহীদদের।

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বগুড়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়ে মুশফিকুর লিখেছেন, ‘একুশ আমার মুক্ত স্বাধীন, একুশ আমার স্বাধিকার, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

সাকিব আল হাসান, সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাকিব আল হাসান লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’ সাব্বির রহমান লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’ পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ সব ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান লিখেছেন, ‘একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’ সৌম্য সরকার লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’

No comments:

Post a Comment

Recent Posts Widget