সিরিজের
তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে শ্রীলংকাকে ৪১ রানে হারিয়েছে স্বাগতিক
অস্ট্রেলিয়া। ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো অসিরা। তবে প্রথম দুই টি-২০
জিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলংকা।
অ্যাডিলেডে
টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উপরের সারির প্রথম চার
ব্যাটসম্যানের ব্যাটিং দৃঢ়তায় ৬ উইকেটে ১৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায়
অস্ট্রেলিয়া। মাইকেল ক্লিঞ্জার ৪৩ বলে ৬২, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৫৩,
বেন ডাঙ্ক ২১ বলে ২৮ ও ট্রাভিস হেড ১৬ বলে ৩০ রান করেন। শ্রীলংকার পক্ষে
২টি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকা।
জবাবে
অস্ট্রেলিয়ার জেমস ফকনার ও এডাম জাম্পার বোলিং নৈপুণ্যে ২ ওভার বাকি থাকতে
১৪৬ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। দলের পক্ষে দিলশান মুনাবিরা ৩৭ ও মিলিন্ডা
সিরিবর্দেনে ৩৫ রান করেন। প্রথম দুই ম্যাচের নায়ক আসলি গুনারত্নে এবার করেন
৪ রান। অস্ট্রেলিয়ার ফকনার ও জাম্পা ৩টি করে উইকেট নেন। ম্যাচের সেরা
হয়েছেন জাম্পা। আর সিরিজ সেরা হন শ্রীলংকার গুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া: ১৮৭/৬, ২০ ওভার (ক্লিঞ্জার ৬২, ফিঞ্চ ৫৩, শানাকা ২/২৭)।
শ্রীলংকা: ১৪৬/১০, ১৮ ওভার (মুনাবিরা ৩৭, সিরিবর্দেনে ৩৫, ফকনার ৩/২০)।
ফল: অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো শ্রীলংকা।
ম্যান অব দ্য ম্যাচ: এডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।
ম্যান অব দ্য সিরিজ: আসলি গুনারত্নে (শ্রীলংকা)।
No comments:
Post a Comment