ভারতীয় সুপ্রিম কোর্ট লোধা কমিটির সুপারিশ মেনে নেয়ার পরই দেশটির বোর্ড রাজনীতিতে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট হতে চলেছে৷ লোধার এই নিয়মের গেরোয় অনেক নামী-ভারী নাম গদি হারাবেন৷ আবার উঠে আসবে আসবে অনেক নতুন মুখ৷
বিসিসিআইয়ের অনেক উত্থান-পতনের সাক্ষী হতে চলেছে আম জনতা৷ এই পরিস্থিতিতে যিনি প্রবলভাবে বোর্ডের মসনদ দখলের দিকে এগিয়ে যাওয়ার সম্ভবনা, তিনি সৌরভ গাঙ্গুলি৷ ক্রিকেট মহলের ধারনা, সিএবি সভাপতি বিসিসিআইয়ের বড় পদ পেতে চলছেন৷ এমনকি বিসিসিআই সভাপতির পদও পেতে পারেন৷
বিসিসিআইয়ের বর্তমান পরিকাঠামোর সবচেয়ে যার আসন টলে যাওয়ার সম্ভাবনা তিনি বোর্ড সচিব অজয় শিরকে৷ মহারাষ্ট্রেই রয়েছে তিনটি ক্রিকেট সংস্থা৷ মুম্বই, মহারাষ্ট্র ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ অর্থাৎ
লোধা কমিটির সুপারিশ কার্যকর হলে রোটেশন পদ্ধতিতে তিনটির মধ্যে একটি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভোটাধিকার পাবে৷ সেক্ষেত্রে আগামী নির্বাচনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটাধিকার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ শিরকের ফেরার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ৷ শরদ পওয়ার ( বয়স ৭৫ বছর ), নারায়ণস্বামী শ্রীনিবাসনের ( বয়স ৭১) বয়স বেশি হওয়ার জন্য বোর্ডের প্রশাসনে কোনো জায়গা নেই৷
এই পরিস্থিতিতে বোর্ড-রাজনীতির দৌড়ে এগিয়ে রয়েছেন দু’জন৷ একজন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি৷ অন্যজন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রাজীব শুক্ল৷ ক্রিকেট প্রশাসনে ন’ বছরের মেয়াদ পূর্ণ হতে দু’জনেরই বাকি অনেকদিন৷ সেক্ষেত্রে সৌরভের বড় সুযোগ চলে আসতে পারে৷
News collect from: dailynayadiganta
News collect from: dailynayadiganta