গোলাপী বলে খেলতে প্রস্তুতি ম্যাচ



ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সম্ভাবনা আরো একটু উজ্জ্বল হয়েছে আগামী মাসে কাউন্টি দল ওয়ারউইকশায়ার ট্রায়াল ভিত্তিতে এই ধরনের ম্যাচ আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে আর এর মাধ্যমেই গোলাপী বলে টেস্ট আয়োজন নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড

এজবাস্টনে ওয়ারউইকশায়ার তাদের দ্বিতীয় একাদশ নিয়ে ফ্লাডলাইটের আলোতে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আগামী ২২-২৪ আগস্ট ওস্টারশায়ারের দ্বিতীয় একদশ দলের বিপক্ষে
ম্যাচটি অনুষ্ঠিত হবে এজবাস্টনের এই মাঠে স্থায়ী ফ্লাডলাইটের ব্যবস্থা আছে
গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া প্রথমবারের মত আয়োজিত দিবা-রাত্রির টেস্ট ম্যাচে উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল এরপর থেকে অবশ্য কৃত্রিম আলোয় গোলাপী বল দেখার সমস্যা নিয়ে উভয় দলের খেলোয়াড়রাই অভিযোগ তুলেছিল তবে ইংল্যান্ডে রাতের আলোয় টেস্ট ক্রিকেট আয়োজন নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বিশেষ করে ক্রিকেট মৌসুমের বেশিরভাগ ম্যাচ যেখানে এমন একটি সময়ে অনুষ্ঠিত হয় যখন স্বাভাবিকভাবেই দিনের আলো বেশ লম্বা হয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কোলিন গ্রেভস অবশ্য ব্যাপারে আশাবাদী লর্ডসের কর্মকর্তারাও নতুন এই টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে তুলতে চায় ইসিবির ক্রিকেট অপরারেশন্স প্রধান এ্যালান ফোর্ডহ্যাম বলেছেন সারা বিশ্বে এখন পরীক্ষামূলকভাবে প্রথম শ্রেণীর ক্রিকেট কৃত্রিম আলোয় আয়োজনের চেষ্টা চলছে ইংল্যান্ডও তার ব্যতিক্রম নয় বিশেষ করে দর্শক আকর্ষণে কেমন সাড়া পাওয়া যায় সেটাও এখানে ঝালিয়ে নেয়া হচ্ছে ওয়ারউইকশায়ারকে আমরা ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবো এই ধরনের ম্যাচের মাধ্যমে আমরা বুঝতে পারবো ইংল্যান্ডে আদৌ এর কার্যকারিতা আছে কিনা

news from: dailynayadiganta
Recent Posts Widget