ইউরো ফাইনালে দিমিত্রি পায়েটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মাঠ ছাড়তে হয়েছিল খেলার মাত্র ২৪ মিনিটেই। সঁ দেনি সেই রাতে দেখেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে। শেষপর্যন্ত ফ্রান্সকে হারিয়ে ইউরো কাপ পর্তুগাল জিতলেও, ‘সি আর সেভেনের’ চোট নিয়ে চাপা শঙ্কা তাঁর অনুরাগীদের মনে রয়েই গেছে। গত দুই সপ্তাহ পর্তুগীজ মহাতারকা কাটিয়েছেন একেবারে ছুটির মেজাজে।
ফুটবল মাঠে ফিরছেন ঠিক কবে নাগাদ? প্রশ্নটা উঠছে। আলো ফেললেন রিয়েলে ‘সি আর সেভেনের’ ব্রাজিলীয় সতীর্থ মার্সেলো। বলেছেন,‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে আমার কথা হয়েছে। ইউরো জেতার জন্য ওকে অভিনন্দনও
জানিয়েছি। ওর চোটের অবস্থা কেমন তা সত্যিই জানি না। তবে, মনে তো হচ্ছে সেভিয়ার বিরুদ্ধে সুপার কাপের ম্যাচটাতে ওকে আমরা পেতে চলেছি।’ ব্রাজিলীয় ফুলব্যাক জানিয়ে দিয়েছেন, গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতে গোটা দল আরও বেশি আত্মবিশ্বাসী। তবে, পরের লক্ষ্য, আগামী মৌসুমে আরও বেশি সাফল্য। তিনি নিশ্চিত, রোনালদো তাড়াতাড়ি রিয়েলের হয়ে মাঠে ফিরলে সাফল্যের পথটা সুগম হবে।
সূত্র: আজকাল