মুস্তাফিজের দুর্দান্ত কিছু করা মানেই জয়? তিনি না পারলে দল জিতবে না। অনেকটা তা-ই মনে হচ্ছে। কাউন্টি ক্রিকেটের অভিষেক ম্যাচে তার দুর্দান্ত খেলাতেই বৃহস্পতিবার জিতেছিল সাসেক্স। শুক্রবারও তার ওপর চেয়েছিল দলটি। কিন্তু তিনি পারেননি, তার দলও হেরে গেছে।
প্রথমে ব্যাট করে নেমে মুস্তাফিজদের সাসেক্স করে ৬ উইকেটে ১৫৩ রান। জবাবে সারে ১০ বল বাকি থাকতই জয় তুলে নেয় ৪ উইকেট হারিয়ে।
৩.২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। ২৪ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম প্রায় পূর্ণ ছিল। মুস্তাফিজ ও সাসেক্সকে সমর্থন দেওয়ার জন্য পাঁচশর বেশি প্রবাসী বাংলাদেশী মাঠে আসেন। তবে
তাদের একটু হতাশই হতে হয়েছে।সারেকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয়। নিজেদের ইনিংসের প্রথম তিন বলে তিনটি চার হাঁকানো এই উদ্বোধনী ব্যাটসম্যান ২৫ বলে করেন ৩৬ রান।
টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান ডমিনিক সিবলি ৩১ বলে করেন ৪০ রান। ক্রিস মরিসকে (২০*) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন বেন ফোকস (২২*)।
এর আগে ক্রেইগ কাচোপা ও ক্রিস ন্যাশের ব্যাটে দেড়শ’ রানের সংগ্রহ গড়ে সাসেক্স। ৩৪ বলে ৭টি চারে ৪৫ রান করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাচোপা।
উদ্বোধনী ব্যাটসম্যান ৩৪ বলে করেন ৩৯ রান। ১৫ বলে রান আসে ম্যাট মাচানের ব্যাট থেকে।
সারের হয়ে দুটি করে উইকেট নেন জাদে ডার্নবাখ ও মরিস।News Collect From: dailynayadiganta