অনুশীলনে নামার অপেক্ষায় আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল তাই দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাঁকে একসময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত শনিবার

আশরাফুল এখন অনেকটাই মুক্ত আর বাধা নেই ঘরোয়া ক্রিকেটে খেলার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আরো দুই বছর অপেক্ষা করতে হবে তাঁকে আবার নতুন করে ক্রিকেটজীবন শুরু করার আগে মঙ্গলবার গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে উদ্দেশ্য বিসিবির অধীনে অনুশীলনের অনুমতি পাওয়া 


দ্রুতই অনুশীলনের অনুমতি পেয়ে যাবেন বলে আশাবাদী আশরাফুল সম্পর্কে তিনি বলেন, ‘এতদিন আমি নিষিদ্ধ ছিলাম, তাই হয়তো নানান বাধা ছিল এখন সে নিষেধাজ্ঞা উঠে গেছে তাই বিসিবির অধীনে অনুশীলন করার সুবিধাগুলো অবশ্যই পাব বলে আশাবাদী হয়তো এর জন্য আমাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে

বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের আইসিসি বিসিবির শিক্ষা এবং পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করায় দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যায়


৬১ টেস্ট খেলে ছয়টি শতক আটটি অর্ধশতকসহ দুই হাজার৭৩৭ রান করেছেন আশরাফুল ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান তিন হাজার ৪৬৮ যার মধ্যে আছে তিনটি শতক ২০টি অর্ধশতক
Recent Posts Widget