একের
পর এক ইতিহাস গড়ে চলেছেন উসাইন বোল্ট। ইতিহাসে প্রথম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার
দৌড়ে হ্যাটট্রিক সোনা জেতার কীর্তি গড়েছেন বোল্ট। সব মিলিয়ে এটি অলিম্পিকে তাঁর
সপ্তম সোনা।
কিন্তু
বিশ্ব ক্রীড়াঙ্গনে এখন যে পুরস্কারের সাথে আছে বিশাল অর্থযোগও। এবারের অলিম্পিকে ১০০
মিটার জয়ের ফলে প্রতি সেকেন্ড হিসেবে বোল্ট আয় করেছেন ৫৫ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী
টাকায় যা ৫৫ কোটি ৯৩ লাখেরও কিছু বেশি।
তবে
শুধু এখানেই থেমে থাকবে না উপার্জন। আগামী ১ বছরে বোল্টের আয় দ্বিগুণ হয়ে যাবে বলে
মনে করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞাপন ও স্পনসরশিপ বাবদে বোল্টের আয় ৫৫ মিলিয়ন পাউন্ড হবে
বলে ধারণা করা হচ্ছে। আর এ সবই সম্ভব হবে বোল্ট ১০০ মিটারে জিতেছেন বলে।
১০০
মিটার দৌড়ের বিজয়ীকেই বিশ্বের দ্রুততম মানব ধরা হয়। এবার তো বোল্ট তা জিতেছেন ৯.৮১
সেকেন্ডে। অর্থাৎ এই ১০ সেকেন্ডের দৌড় বোল্টকে এনে দিচ্ছে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড।
অর্থাৎ প্রতি সেকেন্ড বোল্টকে এনে দিচ্ছে ৫৫ লাখ পাউন্ড। সে হিসেবেই বাংলাদেশি মুদ্রায়
যেটি ৫৬ কোটি টাকার বেশি।
তবে
খেলাটি মাত্র ১০ সেকেন্ডের হলেও এর পিছনেই যে, একজন অ্যাথলেটের সারা জীবনের পরিশ্রম,
সাধনাকে বিনিয়োগ করতে