ছেঁড়া বুট পরেই হ্যাটট্রিক! লেভানডফস্কির হ্যাটট্টিকে বড় জয়ে শুরু বায়ার্নের

পোল্যান্ডের স্ট্রাইকার রর্বাট লেভানডফস্কির হ্যাটট্টিকে বুন্দেস লিগায় বড় জয় দিয়ে যাত্রা শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন ৬-০ গোলে হারিয়েছে ওয়েন্ডার ব্রেমেনকে। 
 
গত আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি এবারও যাত্রাটা করলেন সেরার মত করেই। তাই চলমান আসরেও সবচেয়ে বেশি গোল করার লক্ষ্য পোল্যান্ডের এই তারকা খেলোয়াড়ের, ‘এবারও সর্বোচ্চ গোলের মালিক হতে চাই। শুরুটা চমৎকার হয়েছে। এমন চমৎকার পারফরমেন্স প্রত্যক ম্যাচেই করতে চাই।’
 
পেপ গার্দিওয়ালার তত্ত্ববধানেই গত তিন আসরে বুন্দেসলিগার শিরোপার স্বাদ নিয়েছিলো বায়ার্ন। তবে চলতি মৌসুমে আর গার্দিওলার ফর্মুলায় খেলতে হবে না বায়ার্নকে। কারণ জার্মানি ছেড়ে ইতোমধ্যে লন্ডনে পাড়ি জমিয়েছেন গার্দিওয়ালা। দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার সিটির। চলমান মৌসুম থেকেই ম্যান সিটির দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী গার্দিওয়ালা। 
 
তবে গার্দিওয়ালাকে ছাড়া ২০১৬-১৭ মৌসুমে বুন্দেস লিগায় যাত্রাটা চমৎকারই করলো বায়ার্ন। সাবেক গুরুর ফর্মুলাটা হয়তো ভালোভাবেই মনে রেখেছেন লেভানডফস্কি। তাই গত আসরে লিগের সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কির শুরুটা এবারও হলো দুর্দান্ত।
 
তবে নিজেদের মাঠে ওয়েন্ডার ব্রিমেনের বিপক্ষে স্পেনের জাভি আলোনসোর গোলেই ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। এই গোলের রেশ কাটতে না কাটতে স্কোরলাইনে নাম লেখান লেভানডফস্কি। ফলে ১৩ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে বায়ার্ন। অবশ্য পরবর্তীতে ঐ অর্ধে আর গোলই করতে পারেনি বায়ার্ন। কারণ নিজেদের দ্রুতই গুছিয়ে নিয়ে বায়ার্নের আক্রমণগুলো সামাল দেয় ওয়েন্ডার ব্রেমেন।
 
কিন্তু দ্বিতীয়ার্ধে ওয়েন্ডার ব্রিমেনের সেইসব প্রতিরোধ পাত্তা পায়নি বায়ার্নের সামনে। ম্যাচের দ্বিতীয়ভাগে মাঠে বল গড়ানোর ৩৯ সেকেন্ডেই নিজের দ্বিতীয় গোল করে বার্য়ানকে ৩-০ গোলে এগিয়ে দেন লেভানডফস্কি। তার পথ অনুসরণ করে বায়ার্নকে চতুর্থ গোল এনে দেন ফিলিপ লাম। ৬৬ মিনিটে লামের গোলের পর ৭৩ মিনিটে স্কোরলাইনে নিজের নাম লিখেন আরেক অভিজ্ঞ খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি। ফলে ৫-০ গোলে লিড নেয় বায়ার্ন।
 
দর্শকদের প্রত্যাশায় ছিলো লেভানডফস্কির গোল। কারণ হ্যাটট্টিকের দ্বারপ্রান্তেই যে দাড়িয়ে ছিলেন লেভানডফস্কি। আর গত আসরে বার্য়ানের শিরোপার পেছনে সবচেয়ে বেশি অবদান রাখা লেভানডফস্কি তো সমর্থকদের কাছে ‘সুপার হিরো’। ভক্তদের প্রত্যাশা ৭৭ মিনিটেই পূরণ করে ফেলেন লেভানডফস্কি। তবে এজন্য কৃতিত্ব দিতে হবে ৭৪ মিনিটে লামের বদলি হিসেবে মাঠে নামা ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার রাফিনাকে। ওয়েন্ডার ব্রিমেনের বিপদ সীমানায় পেনাল্টি আদায় করে নেন তিনি। আর সেই পেনাল্টি থেকে গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন লেভানডফস্কি।
 
চলতি সপ্তাহে লেভানডফস্কির এটি দ্বিতীয় হ্যাটট্টিক। গত শুক্রবারই জার্মান কাপের প্রথম রাউন্ডে কার্ল জিস জিনার বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন লেভানডফস্কি। ঐ ম্যাচে বায়ার্ন ৫-০ গোলে জয় পায়। গত আসরের ফর্মটা চলতি মৌসুমেও ধরে রেখেছেন লেভানডফস্কি। এই ফর্ম ধরে রেখে চলমান মৌসুম ও লিগে আরও গোল করার হুমকিও দিয়ে রাখলেন তিনি, ‘দলের জয়ে প্রধান ভূমিকা রাখতে চাই। আমার আসল কাজ গোল করা। গত আসরে যা গোল করেছি, এবার আরও বেশি গোল করাই আমার লক্ষ্য। লিগ ও অন্যান্য টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’
Recent Posts Widget