তিন সংস্করণেই সর্বোচ্চ উইকেট সাকিবের

বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য চূড়ায় উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাবির নুরির উইকেটটি নিয়ে এখন ক্রিকেটের তিন সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার।
২০৭ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন আব্দুর রাজ্জাক। আফগানিস্তানের বিপক্ষে ওভারের তৃতীয় বলেই আফগানিস্তানের সাবির নুরিকে এলবিডব্লিউ করে সাকিব ছুঁয়েছেন রাজ্জাককে। টেস্টে সাকিবের শিকার ১৪৭টি, দুইয়ে থাকা মোহাম্মদ রফিকের ১০০টি। টি-টোয়েন্টিতে সাকিব নিয়েছেন ৬৫ উইকেট। দুইয়ে থাকা রাজ্জাকের শিকার ৪৪টি।
জাতীয় দলে উপেক্ষিত থাকায় রাজ্জাকের আন্তর্জাতিক ক্যারিয়ার আপাতত আছে থমকে। ওয়ানডেতেও তাই সাকিব ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। বাংলাদেশের হয়ে ২০৩ উইকেট নিয়ে মাশরাফি অবশ্য তাড়া করছেন সাকিবকে। তবে ইনজুরি জর্জর মাশরাফির চেয়ে সাকিবের ক্যারিয়ার অনেক লম্বা হবে প্রায় নিশ্চিতভাবেই। তাই বলা যায়, এখানেও তিনি থাকবেন ধরাছোঁয়ার বাইরে সেটা বলাই যায়।
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget