মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
দুপুরে
টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত
নেন। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৫ রান
সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তান ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০
ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ৭ রানে জয় পায়
বাংলাদেশ।
ব্যাট
হাতে বাংলাদেশের পক্ষে হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল সর্বোচ্চ ৮০
রান করেন। ৬৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর ৪৮ রানের ইনিংস খেলেন সাকিব
আল হাসান। বল হাতে আফগানিস্তানের দৌলত জাদরান ৪টি উইকেট নেন। ২টি করে
উইকেট নেন মোহাম্মদ নবী ও রশিদ খান।


No comments:
Post a Comment