ম্যাচে ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুক্রবার সন্ধ্যায় আগুয়েরোকে নিষিদ্ধ করে এফএ বিবৃতি দেয়।
আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেখানে থাকছেন না এই তারকা ফুটবলার। লিগে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে এবং লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষেও খেলা হবে না তার।0
নিজেদের মাঠে গত রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারানো ম্যাচের ৭৬তম মিনিটে লম্বা করে বাড়ানো একটি বলের দখল নিতে গিয়েছিলেন আগুয়েরো আর ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার রিড। ভিডিও রিপ্লেতে দেখা যায় আগুয়েরোর কনুই রিডের গলায় লাগে। রিড পরে চোট নিয়ে মাঠ ছাড়েন।
ঘটনাটি ম্যাচ রেফারির চোখ এড়িয়ে যায়। তার ম্যাচ রিপোর্টেও এর উল্লেখ ছিল না। কিন্তু ভিডিওতে তা ধরা পড়ে এবং আগুয়েরোর বিরুদ্ধে অভিযোগ আনে এফএ।
এখন পর্যন্ত হওয়া লিগের তিন ম্যাচে তিনটি গোল করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার আগুয়েরো। আর তার দল সিটি সবকটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বিডি নিউজ