লিওনেল মেসিকে ঘিরে থাকা শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চোটের কারণে ছিটকে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে থাকছেন না তিনি।
শুক্রবার অনুশীলন শেষে বাউসা বলেন, “সে (মেসি) খেলতে পারবে না। (তাকে নিয়ে) আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।”
উরুগুয়ের বিপক্ষে কুঁচকির সমস্যা নিয়ে মাঠে নামেন মেসি। ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন, জয়সূচক একমাত্র গোলটিও করেন অবসর ভেঙে ফেরা বার্সেলোনা তারকা।
কিন্তু ম্যাচ শেষে নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানান। অবস্থা গুরুতর হলেও চোটকে জয় করে ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে হতে যাওয়া ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ১৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনা।
কোনোরকম ঝুঁকি এড়াতে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ এদগার্দো বাউসা।