আফগানিস্তানের
বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে চলাকালীন ম্যাচ আম্পায়ারদের সাথে অসদাচরণের
কারণে জরিমানার কবলে পড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান।
ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে সাব্বিরকে।

তাই
এ ঘটনা নিয়ে কোন শুনানির প্রয়োজন পড়েনি। এজন্য শুনানি ছাড়াই সাব্বিরকে
ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। জরিমানার পাশাপাশি আইসিসির নতুন
নিয়ম আচরণবিধি অনুযায়ী দু’টি ‘ডিমেরিট পয়েন্ট’ যোগ হচ্ছে সাব্বিরের জন্য।
আগামী ২৪ মাসের মধ্যে ‘ডিমেরিট পয়েন্ট’ চার বা বেশি হলে এক বা একাধিক ম্যাচ
নিষিদ্ধ হবেন সাব্বির।
টেস্ট,
ওয়ানডে ও টি-২০ যেকোন ফরম্যাটেই নিষিদ্ধ হতে পারেন তিনি। যেই ফরম্যাটের
খেলা আগে আসবে সেখানেই নিষিদ্ধ হবেন সাব্বির। গত ২২ সেপ্টেম্বর থেকে
আচরণবিধির উপর এই নতুন নিয়ম কার্যকর করেছেন আইসিসি।
No comments:
Post a Comment