২০২২ সাল পর্যন্ত রিয়ালে থাকছেন বেল

অবশেষে চুক্তি নবায়ন করেছেন ওয়েলসের তারকা খেলোয়াড় গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকছে এই খেলোয়াড়ের। এ বছর ব্যালন ডি'অর এর মনোনয়ন তালিকায় থাকা খেলোয়াড় টটেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ট্রান্সফার ফি'র মাধ্যমে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
 
রিয়ালের হয়ে ১৩০ তম ম্যাচ খেলেছেন গ্যারেথ বেল। এ সময় ৬২ গোল করেছেন তিনি। শুধু লা লিগায় দলের পক্ষে ৫০টি গোল করেছেন তিনি। বেল যোগ দেয়ার পর দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ও একবার কোপা দেল রে জয় করেছে রিয়াল মাদ্রিদ।
 
চুক্তি অনুসারে ট্যাক্স পরিশোধের পর প্রতি সপ্তাহে বেলের আয় হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। সান্তিয়াগো বার্নেব্যুর হয়ে এটি যে কোন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ আয়। দলটির অপর তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি সপ্তাহে ২ লাখ ৮৮ হাজার পাউন্ড আয় করেন। অবশ্য তার চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে ২০১৬ সালের মধ্যেই আবারো রিয়ালের হয়ে শীর্ষ আয় করা খেলোয়াড় হবেন রোনালদো। গোল ডটকম।
 
ইত্তেফাক

No comments:

Post a Comment

Recent Posts Widget