ভারতের একটি প্রীতি ম্যাচ খেলতে পারে স্প্যানিশ ফুটবল বার্সেলোনা। খুব শিগগিরই লিওনেল মেসি, নেইমার, ও সুয়ারেজের আক্রমণ দেখতে পারে ভারতবাসী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দু কে দেয়া এক সাক্ষাতকারে একথা নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ বার্তাম্যু।
তিনি বলেন, আগামী ২-১ বছরের মধ্যেই ভারতে আসার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতে বেশ কিছু নামী ক্লাব খেলে গেলেও বার্সেলোনার আগমন দেশটির ফুটবল উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মরে করে ভারতের ফুটবলপ্রেমীরা।
বার্তামেউ বলেন, ‘ভারতে মূল দল নিয়েই আসার পরিকল্পনা আমাদের। তবে শিডিউল খুবই সংকীর্ণ। আমরা চেষ্টা করবো আগামী ২-৩ বছরের মধ্যেই ভারত সফরে আসবো আমরা।’ স্পোর্টসক্রিড়া
ইত্তেফাক/
No comments:
Post a Comment