মেসিবিহীন আর্জেন্টিনার দ্বিতীয় ড্র

টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন থাকলো মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনিজুয়েলার পর পেরুর মাঠেও ২-২ গোলে ড্র করেছে দলটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মেসির অভাবটা ভালোই টর পাচ্ছে তারা। তবে এদিন মেসিবিহীন আর্জেন্টিনার শুরুটা কিন্তু হয়েছিল দারুণ।
 
প্রথমে এগিয়ে গিয়েছিল ফুনেস মোরির গোলে। ১৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে থেকে জালে জড়ান এই ডিফেন্ডার। প্রথমার্ধ পর্যন্ত ওই লিড ধরে রেখেছিল আলবিসেস্তেরোই।
 
তবে দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে পাওলো গুয়েরেরোর লক্ষ্যভেদে সমতায় ফেরে পেরু। মিগুয়েল ত্রাউকোর বাড়ানো লম্বা পাস প্রথমে বুক দিয়ে নামিয়ে ডি বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে দেন গুয়েরেরো।
 
৭৭ মিনিটে যখন গনসালো হিগুয়েইনের গোলে আবারো লিড নেয় আর্জেন্টিনা।
 
নতুন কোচ এদগার্দো বাউসার অধীনে প্রথমবার নেমে গোল করে নিজের দক্ষতার প্রমাণ দিলেন জুভেন্টাস স্ট্রাইকার।  পাবলো সাবালেতার পাস থেকে গোল করে এগিয়ে নেন তিনি সফরকারীদের।
 
তবে ৭ মিনিট পরই আবার সমতায় ফেরে পেরু। পেনাল্টি থেকে লক্ষ্যভেদটা করেন ক্রিস্টিয়ান কিউভা।
 
টানা দুই ম্যাচ ড্র করায় পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচ শেষে আলবিসেলেস্তেদের পয়েন্ট ১৬।

No comments:

Post a Comment

Recent Posts Widget