মাঠে ফিরছেন ‘কাটার মাস্টার' মুস্তাফিজ



২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর 'কাটার' অ্যাকশন কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২গজে ফেরার সময় হলো ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসারকাটার মাস্টারখ্যাত মুস্তাফিজুর রহমান আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেনদ্য ফিজ

কাঁধের চোটে গত আগস্ট থেকে পুনর্বাসনে আছেন মোস্তাফিজ পুনর্বাসনপ্রক্রিয়া শেষে আগামী মাসেই দলের সঙ্গে উড়াল দেবেন ২১ বছর বয়সী পেসার নিউজিল্যান্ডে যাওয়ার আগে সিডনিতে দুই সপ্তাহের একটি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা দুই ভাগে ভাগ হয়ে ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের সফরে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি দুটি টেস্ট ম্যাচ

আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে গত দুটি সিরিজ মুস্তাফিজকেই ছাড়াই খেলতে হয়েছে টাইগারদের পেস আক্রমণের মূল দায়িত্ব এতদিন একাই পালন করেছেন মাশরাফি বিন মুর্তজা ওই দুটি সিরিজে মুস্তাফিজকে ছাড়াই বাংলাদেশ নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে স্বভাবতই ক্রিকেট বিশ্বের এই তরুণ সেনসেশনের প্রত্যাবর্তনে খুশি টিম ম্যানেজম্যান্ট আশা করা যাচ্ছে আরও শক্তিশালী পেস আক্রমণের অস্ত্র নিয়েই নিউজিল্যান্ড সফরে যাবে টিম টাইগার তবে সবকিছুই নির্ভর করছে চিকিৎসকের সর্বশেষ পর্যবেক্ষণ এবং ছাড়পত্রের উপর

No comments:

Post a Comment

Recent Posts Widget