বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুদিন আগেও সংবাদের শিরোনাম হয়েছিলেন সাব্বির রহমান, মাঠে নেমেই উত্তেজিত হয়ে। আবার নতুন করে আলোচনায় এসেছেন রাজশাহী কিংসের এই তারকা ব্যাটসম্যান। মারাত্মক শৃঙ্খলাবহির্ভূত কাজ করেছেন তিনি, যে কারণে কঠিন শাস্তি পেতে হয়েছে তাঁকে। বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে এবারের আসরের একমাত্র শতরানের মালিককে।
শুধু সাব্বিরই নন, একই রকমের জরিমানা করা হয়েছে বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেনকেও। মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। দুই খেলোয়াড়ের মাঠের বাইরের মারাত্মক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড খুঁজে পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
সাব্বিরকে জরিমানা করা হয়েছে দলের সঙ্গে চুক্তির ৩০ শতাংশ পারিশ্রমিক। ‘এ প্লাস’ শ্রেণিতে থাকা এই রাজশাহী ব্যাটসম্যানের পারিশ্রমিকের পরিমাণ ৪০ লাখ টাকা। তাই তাঁকে জরিমানা দিতে হবে ১২ লাখ টাকা। আল আমিনকে চুক্তির অর্ধেক টাকা জরিমানা করা হয়েছে। ‘এ’ গ্রেডের খেলোয়াড় হিসেবে তিনি ২৫ লাখ টাকা পেতেন। তাই তাঁকে জরিমানা দিতে হবে সাড়ে ১২ লাখ টাকা।
অবশ্য বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করা হয়নি। তা নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নারীঘটিত কেলেঙ্কারির কারণে তাঁদের এত বড় রকমের জরিমানা করা হয়।
No comments:
Post a Comment