৬ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সেলোনা শনিবার মুখোমুখি রিয়াল মাদ্রিদের

আগামী শনিবার কাম্প নউয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে উত্তেজনা ছড়ানো লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পয়েন্টে এগিয়ে আছে জিনেদিন জিদানের দল
ক্লাসিকোর কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান:



মেসি বনাম রোনালদো

* ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি; ২১ গোল করেছেন তিনি

* সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচ গোল পাননি মেসি মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে তার টানা গোল না পাওয়ার রেকর্ড এটি

* রিয়ালের বিপক্ষে করা ২১ গোলের ১২টিই মেসি করেছেন প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে

* ক্লাসিকোয় ৩২ ম্যাচ খেলে সতীর্থদের ১৩টি গোলে সহায়তা করেছেন মেসি

* ক্রিস্তিয়ানো রোনালদো ২৫টি ক্লাসিকো খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছেন

* মেসির মতো রোনালদোও ঘরের মাঠের চেয়ে অ্যাওয়ে ম্যাচে বেশি সফল- ১৬ ক্লাসিকো গোলের ১০টি তিনি করেছেন কাম্প নউয়ে

* বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদোর চেয়ে বেশি গোল শুধু করেছেন আলফ্রেদো দি স্তেফানো (১৮)

* ২৫টি ক্লাসিকো খেলে মাত্র একটি গোলে সহায়তা করেছেন রোনালদো

এমএসএনবিবিসি

* লা লিগায় প্রধান কোচ হিসেবে সপ্তমবারের মতো রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন এনরিকে এর মধ্যে তিনটি করে ম্যাচ জিতেছেন হেরেছেন (বার্সেলোনার হয়ে ২টি করে জয় পরাজয় আর সেল্তা ভিগোর হয়ে ১টি করে জয় পরাজয়)

* লুইস সুয়ারেস নেইমারের সঙ্গে একই সমযে মাঠে থেকে এখন পর্যন্ত কোনো ক্লাসিকোয় গোল পাননি মেসি

* ‘এমএসএনঅথবা রিয়াল মাদ্রিদেরবিবিসিএকসঙ্গে খেলেছে এমন ম্যাচে একমাত্র সুয়ারেস দুটি গোল করেছেন

* দুই দলের আক্রমণত্রয়ীর মধ্যে একমাত্র নেইমার এক ক্লাসিকোয় একই সঙ্গে গোল করেছেন করিয়েছেন

ক্লাসিকোর তথ্য-উপাত্ত

* ২০০২ সালের নভেম্বরের পর থেকে কোনো ক্লাসিকো ম্যাচ গোলশূন্য ড্র হয়নি

* ক্লাসিকোয় - ফল বেশি দেখা যায় ২৩২ ম্যাচে ৪৩ বার এই ফল হয়েছে

* এই ম্যাচে জিতলে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠে ৫০তম জয় হবে বার্সেলোনার

* লিগে কাম্প নউয়ে ৮৬ ম্যাচে মাত্র ২০ বার জিতেছে মাদ্রিদের দলটি

* রিয়ালের বিপক্ষে শেষ ২১ ম্যাচের প্রতিটিতে গোল করেছে বার্সেলোনা ক্লাসিকোর ইতিহাসে যে কোনো দলের বিবেচনাতেই এটা টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড

* ১৯৬৫ সালে মিগেল মুনোসের পর প্রথম রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে বার্সেলোনার বিপক্ষে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ জেতার হাতছানি জিনেদিন জিদানের সামনে

* বার্সেলোনার বিপক্ষে শেষ ২৬ ম্যাচে রিয়ালের খেলোয়াড়েরা ১১টি লাল কার্ড পেয়েছে তার মধ্যে চারটিই দেখেছেন সের্হিও রামোস

No comments:

Post a Comment

Recent Posts Widget