‘ব্যাটসম্যান’ মাশরাফিও জেতাতে পারলেন না কুমিল্লাকে



ব্যাটিংটা তাঁর কাজ না বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাজেহাল করতেই বেশি পছন্দ করেন মাশরাফি বিন মুর্তজা কিন্তু স্বীকৃত ব্যাটসম্যানদের দুরবস্থা দেখে মাশরাফিই আজ জ্বলে উঠলেন ব্যাট হাতে খেললেন ৩৫ বলে ৪৭ রানের দুর্দান্ত ঝড়ো ইনিংস কিন্তু এত কিছু করেও দলের হার এড়াতে পারেননি বাংলাদেশের সফলতম এই অধিনায়ক ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস হেরে গেছে ৩৩ রানের ব্যবধানে
 
বিপিএলের গত আসরে শিরোপা জিতলেও এবার এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে চারটিতেই হারের মুখ দেখতে হলো কুমিল্লাকে ফলে এখনো পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে থাকতে হচ্ছে মাশরাফিদের অন্যদিকে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস

শুরুতে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৪ রানের বিশাল সংগ্রহ জমা করেছিল এবারের অন্যতম ফেভারিট ঢাকা তাদের জয়টাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই ১৯৫ রানের দুরুহ লক্ষ্যে ব্যাট করতে নেমে ধারেকাছেও যেতে পারেনি কুমিল্লা ৭৪ রানেই সাত উইকেট হারানোর পর নিশ্চিতই হয়ে গিয়েছিল কুমিল্লার হার শেষপর্যায়ে অবশ্য ব্যাট হাতে ভক্তদের দারুণ বিনোদন দিয়েছেন মাশরাফি নয় নম্বরে ব্যাট করতে নেমে খেলেছেন ৪৭ রানের ঝড়ো ইনিংস সাকিবের এক ওভারেই মেরেছেন চারটি ছয়

মাশরাফির এই ইনিংসটি অবশ্য শুধু কুমিল্লার হারের ব্যবধানটাই কমাতে পেরেছে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১ রানে থেমে গেছে কুমিল্লার ইনিংস ২০, ১৯ ১৮ রানের ছোট তিনটি ইনিংস এসেছে সোহেল তানভির, ইমরুল কায়েস মোহাম্মদ শফিউদ্দিনের ব্যাট থেকে

ঢাকা ডায়নামাইটসের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ শহীদ চার ওভার বল করে মাত্র ১৫ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন সেকুগে প্রসানা একটি করে উইকেট পেয়েছেন রবি বোপারা, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত নাসির হোসেন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মেহেদি মারুফের ৬০, নাসির হোসেনের ৪৩, সাকিবের ২৪ কুমার সাঙ্গাকারার ২০ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৯৪ রান জমা করেছিল ঢাকা ডায়নামাইটস

No comments:

Post a Comment

Recent Posts Widget